অসহায় পর্যটকদের পাশে বালি বিধানসভার বিধায়িকা

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :    হিমাচল বেড়াতে  গিয়ে বালি  ও দমদমের  ৯ জন পর্যটক আটকে পরে হিমাচলের কালকা  তে লকডাউন  ঘোষণা  হওয়াতে তারা আটকে পরেন  সেইখানে  একটি হোটেলে ।এর পরে  তারা যোগাযোগ  করেন বালি  বিধানসভার বিধায়িকা  বৈশাখী ডালমিয়ার সাথে ।তিনি হোটেল  মালিকের সাথে  কথা  বলে তাদের থাকা খাওয়ার  খরচ  পাঠিয়ে দেন এবং ওদের ফেরার ব্যাপারে  কালকা  পুলিশের সাথে  কথা  বলেন ,তিনি  কালকার স্থানীয়  হাসপাতালের সঙ্গে কথা  বলে ওদের চেক  আপের  কোথাও বলেছেন ।