খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই পূজাটি এইবার ২৪ তম বর্ষে পদার্পন করলো । এই পুজোর মূল ভাবনা বা থিম হলো আনন্দ ধারা । হিংসা দূর হাইওয়ে সমাজে শান্তি ও আনন্দ আসুক এই বার্তাই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে । প্রথমে থাকবে নটরাজের উপর শিবলিঙ্গ তার উপর বড় সাদা পায়রা । ভিতরে সবুজ গাছের বাতাবরণ পেরিয়ে ফুলের গালিচায় অসুরের অস্ত্র সমর্পনের মডেলে দেখা যাবে এর পরে আকাশে এক গুচ্ছ পাখির ওড়ার দৃশ্যের সঙ্গে দেখা যাবে মা দূর্গা কে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...