আগস্টের মধ্যেই ভারতে করোনা তে মৃতের সংখ্যা পৌঁছতে পারে ১০ লক্ষ্যে -ল্যানসেট

মেডিকেল জার্নাল দি ল্যানসেটের সম্পাদকীয় তে বলা হয়েছে মোদী সরকারের ব্যর্থতাই দেশে জাতীয় বিপর্যয় ডেকে আনবে ।দি ইনস্টিটিউট ও হেলথ ম্যাট্রিক্স এন্ড এভোলুশনের হিসাব তুলে ধরে ল্যানসেটের সম্পাদকীয় তে বলা হয়েছে আগামী১ লা আগস্টের মধ্যে দেশে মৃত্যুর সংখ্যা ১০ লক্ষ ছুঁয়ে যাবে ।আজ অব্দি দেশে করোনা তে মৃত্যুর সরকারি সংখ্যা ২.৩৮ লক্ষ্যের ঘরে ।