আগামীকাল এস এস এময়ের অনুষ্ঠিত হবে জুনিয়র ডাক্তার ফ্রন্টের গণ কনভেনশন

আর জি কর ঘটনার দ্রুত ন্যায় বিচার দাবি এবং এর পুনরাবৃত্তি আটকাতে এক গণ কনভেনশনের ডাক দিলো ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট । তারা জানান প্রথমে সরকার ধন ধান্য সভাকরার অনুমতি দিলেও পরে কোন কারণ না দেখিয়ে বাতিল করে । এর পরে তারা সিদ্ধান্ত নেয় এস এস কে এমের সভাগৃহে গণ কনভেনশন করা হবে ।