আর জি কর ঘটনার দ্রুত ন্যায় বিচার দাবি এবং এর পুনরাবৃত্তি আটকাতে এক গণ কনভেনশনের ডাক দিলো ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট । তারা জানান প্রথমে সরকার ধন ধান্য সভাকরার অনুমতি দিলেও পরে কোন কারণ না দেখিয়ে বাতিল করে । এর পরে তারা সিদ্ধান্ত নেয় এস এস কে এমের সভাগৃহে গণ কনভেনশন করা হবে ।