আগামীকাল মেট্রো পরিষেবা শুরু হবে সকাল সকাল

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : আগামীকাল  পাবলিক  সার্ভিস  পরীক্ষর  জন্য মেট্রো  পরিষেবা শুরু হবে সকাল ৯ টা  থেকে  । এমনি স্বাভাবিক নিয়মে  কবি সুভাষ  ও দমদম  থেকে প্রথম মেট্রো  টি  ছারে  সকাল ৯ টা  ৫০ মিনিটে ,কিন্তু পরীক্ষার্তীদের কথা  ভেবে মেট্রো কর্তৃপক্ষ পরিষেবা এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় ।তবে দিনের শেষের মেট্রোর সময় অপরিবর্তিতই থাকছে ।