গত মঙ্গলবার হাওড়া ময়দান টু স্প্লানেড মেট্রো পরিষেবা আগামী বছরের শুরুতে চালু করার লক্ষ্যে রেল বোর্ডের চেয়ারপারসন কাম চিফ এক্সেকিউটিভ জয়া বর্মা সিংহ ওই পথের কাজের অগ্রগতি তদারকি করেন ,সঙ্গে ছিলেন মেট্রোর জি এম ,পি উদয়কুমার রেড্ডি ।জানা যাচ্ছে তারা সুড়ঙ্গে পথে মেট্রোতে সফর করেন এবং দুটি স্টেশন ঘুরেও দেখেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...