আগামী রবিবার গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিলো দলীয় প্রার্থীদের মমতা ব্যানার্জি

আজকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি দুপুরে এক ভার্চুয়াল বৈঠক করলেন তার দলের প্রার্থী ও নেতৃত্বের সাথে । মমতা ওই বৈঠকে নির্দেশ দিয়েছেন প্রার্থী রা ভোর ভোর খাতা কলম নিয়ে গণনা কেন্দ্রে পৌঁছে যান এবং কোনো মতেই যেন রেজাল্টনা হওয়া পর্যন্ত যেন কোনো ভাবেই গণনা কেন্দ্র না ছাড়েন । তিনি বলেন উত্তরবঙ্গে তৃণমূল হয়তো প্রথমে কিছুটা পিছিয়ে পড়তে পারে তার জন্য যেন কেউ মন খারাপ করে গণনা কেন্দ্র ছেড়ে যেন না চলে আসে ।