দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ সরকার আগামী ১৪-২০ এপ্রিল , সব আন্তর্জাতিক উড়ানের ওঠা নামা বন্ধ রাখছে । ৫-১৩ এপ্রিল লকডাউন চালু রয়েছে বাংলাদেশে । ১৪ তারিক থেকে তা সর্বাত্বক হচ্ছে ।এখন বন্ধ রয়েছে অভন্তরীন উড়ান ।এর পরে আন্তর্জাতিক উড়ান বন্ধ হওয়াতে বাংলাদেশ আগামী ২০ সে এপ্রিল অব্দি বিচ্ছিন্ন হয়ে যাবে সারা বিশ্ব থেকে ,তবে কার্গো চ্যার্টার্ড ও এম্বুলেন্স পরিষেবা চালু থাকবে ।