আগামী ২২ তারিক পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফার ভোট কি মেরুকরণের ভোট হবে

আগামী ২২ সে এপ্রিল ভোট অনুষ্ঠিত হতে চলেছে  নদীয়া ,উত্তর দিনাজপুর ,উত্তর  ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান  মিলে  ৪৩ টি আসনে । সব থেকে তাৎপর্য্য হলো এই  ভোটে  পশ্চিমবঙ্গ দেখবে  মেরুকরনের  ভোট । এক দিকে বর্তমান সরকারের দুয়ারে  সরকার সহ  বিভিন্ন প্রকল্পের সাফল্য ,আমফন  রেশনের  দুর্নীতি  এবং সর্বোচ্চ পর্যায়ে বুথ ভিত্তিক তৃণমূলের স্থানীয় নেতাদের  দুর্নীতি শাসক দলের পক্ষে কাঁটা  হয়ে দাঁড়াবে ,অপরদিকে  মোদী ও অমিত শাহের বাংলার কৃষকদের প্রতি আশ্বাস  ও মহাগুরু মিঠুনের রোড শো ও শুভেন্দুর প্রচেষ্টার লড়াই দেখবে বাংলা ।