আগামী ২৩ সে ডিসেম্বর শুভেন্দুর গড়ে বড় সভা করবেন তৃণমূল দল

:শুভেন্দু অধিকারী দল  ছেড়ে  গেলেও তৃণমূলে তার কোনো প্রভাব পড়বে  না বলে জানা গেলো  সর্বভারতীয় তৃণমূল  কংগ্রেসের পক্ষ  থেকে ।শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেয়ার  ২৪ ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেস কাঁথিতে  তাদের বড় দলীয় সমাবেশের ডাক দিলেন ।তৃণমূল কংগ্রেসের তরফ  থেকে বলা হয় শুভেন্দু অধিকারী শুধু নিজের জেলাতে নন নিজের বাড়িতেই  ভাঙ্গন ধরাতে পারেননি ,পিতা   সাংসদ  শিশির অধিকারী সহ  দুই ভাই বর্তমানে  তৃণমূলের পদাধিকারী ।তৃণমূলের সভা ২৩ সে ডিসেম্বর কাঁথিতে ।