আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   আলিপুর আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে জানানচ্ছে  যে বঙ্গোপসাগরে  তৈরী হয়  গভীর নিম্নচাপে কলকাতা সহ  দক্ষিণ বঙ্গের  একাধিক জেলা  তে  বিশেষ  করে  উপকূলবর্তী এলাকাগুলিতে  ভারী  থেকে এটি ভারী  বৃষ্টিপাত  হওয়ার সম্ভাবনা আছে । সমুদ্রে  জ্বলোচ্ছাস  দেখা  দেয়া ও সমুদ্রে  মৎস্যজীবিদের না যাওয়ার জন্য সতর্কবার্তা  জারি করা হয়েছে । মৌসুমী  বায়ু সক্রিয় হওয়াতেই এই ভারী  বৃষ্টিপাতের সম্ভাবনা ।