আগামী ৫ তারিকে চালু হবে নতুন ট্রেন

রেলমন্ত্রী পীযুষ গোয়াল জানিয়েছেন আগামী ৫ এপ্রিল থেকে  সব করোনা সতর্কতা বিধি মেনে দেশে চালু  হতে চলেছে ৭১টি নন  রিসার্ভ ট্রেনর  পরিষেবা রেল কর্তৃপক্ষ এই ৭১ টি ট্রেনের নাম ও রুট বিজ্ঞপ্তিতে জারি করেছেন ।রেলমন্ত্রী জানিয়েছেন রেখে  যাত্রীদের সুরক্ষিত  ও আরামদায়ক যাত্রী পরিষেবা শুনিচিত  করাই  হবে তার দফতরের প্রধান  কর্তব্য ।