আগামী ৬ তারিক দেশ জুড়ে রাস্তা অবরোধ করবেন আন্দোলন রত কৃষকেরা

দিল্লিতে কাঁটা তারের বেড়া দিয়ে কৃষক আন্দোলন কে দমনের চেষ্টা ও কৃষক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে আগামী ৬ ফেব্রূয়ারি দেশ জুড়ে কৃষক সংগ্রাম সম্বনয় কমিটি ,সমস্ত দেশে জাতীয় ও রাজ্য সড়কে বেলা ১২ টা থেকে৩ টা অব্দি ওই কর্মসূচি নেওয়া হবে ।আমাদের রাজ্যে কৃষক সম্বনয় কমিটির আহ্ববায়ক বলেন সমস্ত ছাত্র ,যুব ,শ্রমিক ও মহিলাদের ওইকর্মীসূচীকে সমর্থন করার আহবান জানান ।