আগামী ৮ জানুয়ারী ধর্মঘটে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  বকেয়া মহার্ঘ্য  ভাতা  (ডিএ ), সরকারি  কর্মচারীদের  সংগঠন  করার  অধিকার  এবং  চুক্তিতে  নিযুক্ত কর্মচারীদের করণ স্থায়ীকরুন সহ  ১২ দফার  ভিত্তিতে  আগামী  ৮ ই  জানুয়ারি  ২০১৯ একদিনে ধর্মঘটের  ডাক  দিয়েছেন ,রাজ্য  সরকারি  কর্মচারীদের সংগঠন  নবপর্যায়ে ,সংগঠনের  সাধারণ সম্পাদক এই বিষয়ে মুখ্য সচিব কে চিঠি দিয়েছে ,অপরদিকে  রাজ্য  কো  অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক নবান্নে  আন্দোলনরত কর্মীদের থানায় আটক  করা ,উত্তরবঙ্গে বদলি করা এই বিভিন্ন বিষয়ে  দরবার  করেছেন রাজ্যপালের কাছে ।