গত শনিবার হিমাচল বিধানসভার ৬৮ টি আসনে মোট ভোট পড়েছে ৭৫.৬%। গত ৫ বছর আগে বিজেপি যখন ক্ষমতায় আসে তখন ভোট পড়েছিল ৭৫.৫৭%,বিরোধী কংগ্রেসের আশা হিমাচল প্রদেশের ইতিহাস বলছে ৫ বছর অন্তর সরকার বদলায় ।তারা আশা করছেন ৬৮ টির মধ্যে ৪০ -৪৫ টি আসন তারা জিতে যাবেন ,বিজেপির তরফে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেন বিপুল সংখ্যা মানুষ
সারা দিয়ে আমাদের আবার ফিরিয়ে আনবেন ।