গতকাল কেদ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বোলপুর থেকে বলেন যে করোনার টিকার কাজ হওয়ার পরেই সংশোধিত নাগরিকত্ব আইন (সি এ এ ) কার্যকর করার কথা ভাববেন ।তিনি আরো বলেন করোনা পরিস্থিতির মধ্যে এতো বড়ো অভিযান করা সম্ভব নয় ।সি এ এ ব্যাপারে শুধু বিধি প্রণয়ন ই বাকি আছে ,করোনা ভাইরাসের টিকা এসে গেলে করোনা শৃঙ্খল ভেঙে গেলেই সি এ এ কাজ শুরু করা হবে ।