আজকে রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী

তারকেশ্বরে  দলীয় প্রার্থী স্বপন দাশগুপ্তের  সমর্থনে সভা করবেন তিনি ।তার পরে বিকেলে চলে যাবেন তিনি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে  দলীয় প্রার্থী হয়ে প্রচার করতে । একই ভাবে তারকেশ্বরে আজকে  সভা করবেন মমতা  বন্দ্যোপাধ্যায়  তৃণমূল প্রার্থীর হয়ে দুপুর ১২ টা  ৩০ নাগাদ ।  আবার আজকে রাজ্যে প্রচারে এসেছেন যোগী আদিত্যনাথ তিনি  উলুবেড়িয়া  তে রোড  শো  করছেন ।