মাসের শুরুতে যখন আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছিল তখন বলা হয়েছিল ব্যাঙ্কের পরিষেবা মিলবে
প্রতিদিন সকাল ১০টা -২ টো এইছাড়া প্রতি শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে । গতকাল রাজ্য ভিত্তিক ব্যাঙ্কার্স কমিটি জানিয়েছেন সরকারবিধিনিষেধ ১৫ জুন অব্দি বাড়ালেও করোনার জন্য এখন থেকে আগের মত প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে ,ফলে আজকে ব্যাঙ্ক খোলা ।এই নিয়মের প্রতিবাদ জানিয়েছেন ইউএফবিইউ ও আইবকের রাজ্য সম্পাদকেরা ।