আজকে হিমাচলে ভাগ্য পরীক্ষা ,শাসকের বাটন বিজেপি না কংগ্রেসের হাতে ?

আজ হিমাচল ভোটে শাসক বিজেপি কে চিন্তায় রেখেছে মূল্যবৃদ্ধি বেকারত্ব ,আপেলের ন্যায্য দাম না পাওয়া এবং সারের অপ্রতুলতার মত সমস্যা ।পাশাপাশি শাসক শিবির কে চিন্তায় রেখেছে প্রায় ২০ টি আসনে বিক্ষুব্ধ প্রার্থীদের উপস্থিতি ।তবে সমীক্ষা বলছে বিধানসভা আসনে ৩১ থেকে ৩৯ টি আসন পেতে পারেন নরেন্দ্র মোদির দল ।কংগ্রেস পেতে পারে ২৯-৩৭ টি আসন ।