গতকাল ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা ,নীলরতন সরকার হাসপাতালে সব জুনিয়র ডাক্তারদের নিয়ে একটি জিবি মিটিং করে নবান্নে আসন্ন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার বিষয়ে । ওইখানে একটাই সিদ্ধান্ত হয় তাদের ১০ দফা দাবি মানা হলে অনশন তারা তুলবেন না ।গতকাল ইমেলে জুনিয়র ডাক্তার রা মুখ্যসচিব রা কোনো আগাম শর্ত মেনে আলোচনা করবেন না তা জানিয়ে দিয়েছেন ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...