আজ থেকে শুরু হয়ে গিয়েছে দিল্লি দখলের লড়াই

নিউস   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :    আগামী ৫ বছরের  জন্য দিল্লি  শাসন  করবে  কোন দল ,জে এন ইউ  তে তান্ডব  জামিয়া  বিশ্ববিদ্যালয়ে  তে গুলিচালনা এবং শাহীন  বাগের  প্রতিবাদ  উঠে এসেছে শিরোনামে  পিছিয়ে  গিয়েছে মূল্যবৃদ্ধি  এবং বেকারত্বের মোট সমস্যা অন্তত  দিল্লীর  এই নির্বাচনে ।আজ সকালে  ভোট দিয়ে আসেন  রাষ্ট্রপতি  রামনাথ  কবিন্দ  ডাক্তার  রাজেন্দ্র প্রসাদ  কেন্দ্রীয়  বিদ্যালয়  বুথে ।অরবিন্দ  কেজরিওয়াল ভোট  দিলেন  উত্তর দিল্লির কেন্দ্রে ,বিদেশ মন্ত্রী জয়শঙ্কর  ভোট দিলেন তুগলক  ক্রেসেন্ট এলাকাতে ,স্বাস্থ্য মন্ত্রী  হর্ষবর্ধন ভোট দিলেন কৃষ্ণনগরের  রতন দেবী পাবলিক  স্কুল ভোটে , আপের  মুখ্যমন্ত্রী  মনীশ সিসোদিয়া  ভোট দিলেন  পান্ডব  নগরকেন্দ্রের ।