আজ নৈহাটী তে গিয়ে অর্জুন সিংহ কে হুঁশিয়ারি দিলেন মমতা

খবর    ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : আজ  নৈহাটী পুরসভার সামনে প্রতিবাদ সভায় যাওয়ার পথে  বন্ধ  জুট  মিল  গুলির সামনে  বিজেপি কর্মীরা  জয়  শ্রীরাম  দিয়ে মমতার কনভয় আটকানোর চেষ্টা  করে । রাস্তায় নেমে  মুখ্যমন্ত্রী  তাদের  হুঁশিয়ারি  দেন । নৈহাটির সভায়  তিনি বলেন ব্যারাকপুরে  জোর করে দীনেশ  ত্রিবেদী  কে হারানো  হয়েছে ,তিনি যে কোনো  মূল্য  ওই লোকসভার  অন্তর্গত  বিধানসভা গুলি জিতে নেবেন  ,তিনি পুলিশের  ডিজি  কে এই  সন্ত্রাস  কেন  হচ্ছে  তার  জবাব  দিহি করতে বলেছেন ।