খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল রাত ৯ টা ৩০ মিনিট নাগাদ আচমকা সুপ্রিম কোর্টের তরফে ঘোষণা করা হয় যে আজ সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ আজ দেশের সব থেকে স্পর্শকাতর অযোধ্যা মামলার রায়টি ঘোষণা করবে ।গতকাল প্রধান বিচারপতি এই রায়ের পরে যাতে রাজ্যে এবং দেশে অশান্তি না ছড়ায় সেই জন্য উত্তর প্রদেশের মুখ্য সচিব এবং পুলিশের ডিজি কে ডেকে পাঠিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ।