নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল কলকাতায় পৌঁছেছেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশি পর্যবেক্ষক বিবেক দুবে| আজ তিনি সিইও দফতরে সমস্ত রাজনৈতিক দল গুলির সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবেন । এছাড়াও প্রথম তিন দফায় যে আটটি জেলায় ভোট হবে সেই জেলা শাসকদের সঙ্গে ও আলাদা বৈঠক করবেন । কেন্দ্রীয় বাহিনী ও স্পর্শকাতর বসু নিয়ে চলবে বিশেষ আলোচনা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...