আজ বৈঠক করবেন বিবেক দুবে

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল  কলকাতায়  পৌঁছেছেন  নির্বাচন  কমিশন নিযুক্ত  বিশেষ পুলিশি  পর্যবেক্ষক  বিবেক  দুবে|  আজ  তিনি  সিইও  দফতরে  সমস্ত  রাজনৈতিক  দল  গুলির  সঙ্গে  পৃথক  পৃথক   বৈঠক  করবেন ।  এছাড়াও  প্রথম  তিন  দফায়  যে  আটটি  জেলায়  ভোট  হবে  সেই  জেলা   শাসকদের  সঙ্গে  ও  আলাদা  বৈঠক  করবেন ।  কেন্দ্রীয়  বাহিনী   ও  স্পর্শকাতর  বসু   নিয়ে  চলবে  বিশেষ  আলোচনা ।