অনেক নামী তারকা এনেও এখনো এই এস এলে চ্যাম্পিয়ন হতে পারে নি মুম্বই এফ সি দল। এবারে ছবিটা পাল্টানোর খুব চেষ্টা করছে রণবীর কাপুরের দল শনিবার তারা খেলবে জন আব্রাহামের নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এবার কোচ হিসাবে নিয়ে এসেছে সার্জিও লেবেরাকে যিনি গত মরসুমে গোয়াকে সুপার কাপে চ্যাম্পিয়ন করেছিলেন। নর্থ ইস্ট ও একবারও চ্যাম্পিয়ন হতে পারে নি। জোয়ার কাসানোভা এবার দলের কোচ। নামী ফুটবলার আছেন গায়নার ইদ্রিসা সায়াল্লা এবং পর্তুগালের লুইস ম্যাচাডো।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...