আজ শহর মিছিলের ভিড় আরজিকর কে ঘিরে

আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সারা শহর জুড়ে আজকে বেরোবে একাধিক মিছিল । দুপুর তিনটে তে ডাকা বামফ্রন্টের মহামিছিল শুরু হবে রাজাবাজার থেকে শেষ হবে আর জি করের সামনে । একই সময় এক্সিড মোর থেকে হাজরা মোর অব্দি মিছিল করবে ক্যালচারাল আন্ড লিটারারীর ফোরাম অফ বেঙ্গল ,দুপুর তিনটে থেকে সন্ধ্যা ৬ টা অব্দি লেক মলের সামনে পরিবেশ কর্মীরা বিক্ষোভ দেখবেন ,সবুজ মঞ্চের অন্তর্ভুক্ত সংগঠন গুলিকে নিয়ে আর বেলা ১১ টা
থেকে শিয়ালদাহ থেকে ধর্মতলা অব্দি ছাত্র সংগঠনের ডাকে একটি মিছিল বেরোবে ।