আজ শিক্ষক দিবসে শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : আজ  শিক্ষক  দিবসে  বিভিন্ন দাবি দাওয়া  নিয়ে রাস্তায়  নামছেন শিক্ষক  শিক্ষিকারা । সরকারের  দ্বিচারিতার  বিরোধিতা করে কলেজ  স্কোয়ার  থেকে শেয়ালদা  অব্দি  মিছিল সংগঠিত  করবে  কয়েকটি স্কুল  শিক্ষক  সংগঠন । কলেজ  ও বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক  সংগঠন ওয়েবকুটা  এই দিন  বিভিন্ন  দাবিতে  মিছিলের ডাক দিয়েছে ।শিক্ষকদের ক্ষোভ ,বছর  ভোর শিক্ষকদের লাঠিপেটা  করা হবে  আর  শিক্ষক দিবসে  তাদের শ্রদ্ধা  জানানো  হবে  সরকারের  এই দ্বিচারিতা  মানা  যাবে না ।