করোনার নতুন স্ট্রেনের আতঙ্কে আজ শেয়ার বাজারে প্রায় ১৪০৬ পয়েন্ট পতন লক্ষ্য করা যায় ।পাশাপাশি ১৩,৩০০ পয়েন্টর নিচে নেমে গিয়েছে নিফটি ।এই পতনের জেরে এক দিনে বিনিয়োগ কারীদের পকেট থেকে প্রায় ৭ লক্ষ্য কোটি টাকা উড়ে গিয়েছে ।সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ব্যাঙ্কিং সেক্টর ।এই ছাড়াও এনার্জি এবং ইন্ফ্রাস্ট্রাকটার সহ সবার ভালোই পতন লক্ষ্য করা হয়েছে ।সব থেকে ক্ষতি গ্রস্থ হয়েছে এইচ ডি এফ সি ব্যাঙ্কের শেয়ার ।