আজ শ্রীনগর দেখবে ভারত জড়ো যাত্রা শেষ রাহুল গান্ধীর জন সভা

গতকাল শেষ হলো ১৩৫ দিন ধরে চলা কংগ্রেসের ভারত জড়ো যাত্রা শ্রীনগরে । যাত্রা শেষ রাহুল গান্ধী বলেন”বিরোধী শিবির ছত্রভঙ্গ নয় ,বিকল্প দৃষ্টিভঙ্গি তৈরির পরেই গঠিত হয় বিরোধ ঐক্য ” গতকাল শেষ হলো ১৩৫ দিন ধরে চলা ভারত জড়ো যাত্রা । আজ শ্রীনগরের শের ই কাশ্মীর স্টেডিয়ামে জনসভা করবেন রাহুল গান্ধী ,কংগ্রেস ।কংগ্রেসের তরফে জানানো হয়েছে এই সভা তে ২১ টি
বিরোধী দল কে আমন্ত্রণ জানানো হলেও বড় জোর ১২ টি দল হাজির থাকতে পারে । অনুপস্থিত থাকবেন তৃণমূল সহ অন্যান্য দলগুলি ।