আজ সকাল ৭ টা থেকে শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচনের ভোট

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : খড়্গপুর সদর ,করিমপুর  এবং কালিয়াগঞ্জ  বিধানসভা উপনির্বাচনে আজ সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে । করিমপুরের ২৬১ টি বুথের  মধ্যে ৯৫% বুথেই  কেন্দ্রীয় আধা  সামরিক বাহিনীর তথ্যাবধানে হবে ভোট । এই দিকে সকাল সকাল ই  করিমপুর থেকে বিজেপি নেতা জয়প্রকাশ  মজুমদার জানান বুথের ভিতরে তাদের অনেক এজেন্ট কে বসতে  দেয়া হচ্ছে না । এই  তিনটি বিধানসভা কেন্দ্রে ৩৫০ ও বেশি ভিভি  প্যাড  মেশিন  থাকবে ।