আজ আই এস এলে হায়দ্রাবাদ খেলতে নামছে জামশেদপুরের বিরুদ্ধে। হায়দ্রাবাদের গোলে খেলেন সুব্রত পাল এবং রক্ষণ খুব জমাট। তাদের রক্ষণকে ভাঙতে চেষ্টা করবে জামশেদপুর। এখনো তারা জয়ের মুখ দেখেনি। তাদের স্ট্রাইকার ভালকিস খুবই ভাল ফর্মে আছেন। এখন অবধি ৩ টি গোল করেছেন। গতবারে ২০ টি ম্যাচে ১৫ টি গোল করেন। বিপক্ষ কোচ তাকে আটকানোর ছক কষছেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...