আতঙ্কে বনবস্তি

মাল ব্লকের বনবস্তিতে রোজ হাতির হানা লেগেই আছে। ধান পাকার সময় গ্রামবাসীরা পালা করে রাত  জেগে  ফসল  পাহারা দেয়। তবুও পুরো ফসল ঘরে তুলতে পারে না। সারা বছর পরিশ্ৰম করে নিজেদের পরিবারের খাওয়ার মত  ফসলই থাকে। লাভ কিছু হয় না। ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ ঠিকভাবে পাওয়া যায় না। হাতির ভয়ে অনেকেই সময়ের আগে ধান কেটে নিয়েছেন।