খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শঙ্করাচার্য্য বলেন ব্রহ্মা হচ্ছে শ্রষ্ঠা গুরু বিষ্ণু হচ্ছে রক্ষা কর্তা গুরু এবং শিব হচ্ছে ধ্বংস কারী গুরু ,এবং এরা তিনজন হলেন গুরু শক্তির সেরা আকার । আমি এই তিনগুরুকেই আমার অন্তরের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করি । সন্ত কবির বলেন গুরু সম্মন্ধ ” গুরু এবং ভগবান দুইজনেই আমার কাছে আভির্ভূত হয়েছিলেন ,তখন আমি দ্বিধায় পরী কাকে আমি প্রথমে প্রণাম জানাবো ,তারপর দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে আমি গুরুর প্রতি প্রথম প্রণাম নিবেদন করি কারণ গুরুর মাধ্যমে আমি প্রথম ভগবানের সাখ্যাত পাই ।”
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...