আদি যোগ গুরু বিকেএস আয়েঙ্গার

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : কর্ণাটকের বেলুড় গ্রামে ১৪ ডিসেম্বর  ১৯১৮ সালে জন্মগ্রহণ করেছিলেন আদি  যোগ গুরু বিকে  এস  আয়েঙ্গার । উনি  যখন  জন্ম গ্রহণ করেন তখন সারা পৃথিবী জুড়ে স্প্যানিশ ফ্লু  অতিমারী চলছিল  এবং ভারতে আক্রান্ত হয়েছিল ১ কোটি ৭০ লক্ষ্য  মানুষ । ২০১৫  সালে বিশ্ব যোগ দিবস শুরুর  ৫ বছর আগেই  অক্সফোর্ডের অভিধানে ঢুকে এসেছিলো আয়েঙ্গার নামে  একটি নতুন শব্দ যার মানে হলো ঝুলন্ত বেল্ট এবং কাঠের ব্লক যার মাধ্যমে শরীর ঠিক করার বিকেএস আয়েঙ্গার উদ্ভাবিত একরকমের হট যোগ পদ্ধতি । তিনি  জওহরলাল নেহেরু থেকে ইহুদি  মেনুহিন  এবংদার্শনিক   জিড্ডু  কৃষ্ণমূর্তির যোগগুরু ছিলেন ।তিনি ২০১৪ সালের ২০ সে অগাস্ট পুনা  তে শেষ নিঃস্বাস ত্যাগ করেন । তার বিখ্যাত  বই “লাইট অন  যোগা ” পৃথিবীতে আদৃত ।