আনন্দ ময়ী মন্দির সোমরাবাজার

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : আনন্দ  ভৈরবী মন্দির তৈরী করেন অনন্ত মিত্র  ১৮১৩ সালে । এই মন্দিরের  দুই পাশে ছয়টি  করে ১২ টি শিবমন্দির আছে আর মূল  মন্দিরটি ২৫টি শিখর সমন্বিত ।এই মন্দিরটিকে বাংলার স্থাপত্য শিল্পের এক অন্যান্য সাধারণ নিদর্শন  বলা চলে । আকলের সন্ধানে  সিনেমার শ্যুটিং য়ে  এই গ্রাম কে ঘিরেই হয়েছিল । কথিত আছে রানী রাশমনি  তার সাদের দক্ষিনেশ্বর  মন্দির নির্মাণ করেন এই আনন্দময়ীর  মন্দিরের অনুকরণে ।