খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: কলকাতা , হাওড়া , হুগলী , সহ বিভিন্ন জেলায় পেঁয়াজ বিকোচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে । আনাজের দাম অগ্নি মূল্য। বাজারে ঢুকেই ক্রেতারা মালুম পাচ্ছে বাজারের কি অবস্থা। রসুন দাম ২০০ টাকা কেজি। বাঁধাকপি , শিম , ফুলকপি এই সব শীতের সবজিও অগ্নি মূল্য , পালং , টমেটো , আদা রসুন এ হাত দেওয়া যাচ্ছে না , ক্রেতারা অসহায় । ইবি বিভিন্ন বাজারে হানা সত্ত্বেও দাম একটুকুও কমেনি । চাষীদের আশা নতুন গাছের ফলন পেলে দাম কমবে।