খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আধুনিক বিশ্বে অনেক দেশেই ৮ মার্চ আন্তর্কাতিক নারীদিবস উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে সরকারি ছুটির দিন হিসাবে পালিত হয় । এই দেশগুলির মধ্যে আছে আফগানিস্তান ,আর্মেনিয়া আজারবাইজান ,বেলারুশ ,কম্বোডিয়া ,কিউবা ,বেলারুশ ,জর্জিয়া ,কাজাখস্তান ,কির্গজিস্তান ,লাওস ,মঙ্গোলিয়া রাশিয়া ,ইউক্রেন ,ভিয়েতনাম ,রাশিয়া ,জাম্বিয়া ,উগান্ডা । এই ছাড়াও চীন ,মেসিডোনিয়া ,মাদাগাস্কার ও নেপালে শুধুমাত্র নারীরাই সরকারি ছুটির দিন ভোগ করেন ।