খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:আন্তর্জাতিক যোগব্যাম দিবসের লোগো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচন করেন। লোগোটিতে এক সাদা পটভূমিতে শরীরের বাহিরে প্রসারিত একটি মানুষ আকৃতির জোড়া হাত নমস্কারের ভঙ্গিমায় রাখা রয়েছে। এই একজোড়া হাত দিয়ে একটি কথা বোঝানো হয়েছে। সেটি হল পৃথক চেতনা সাথে সার্বজনীন চেতনার মিলন ঘটানো। এই মিলনের ফলে শরীর, মন এবং আত্মা পবিত্র হয়ে ওঠে। সেই মানুষ আকৃতির নিচে দুজোড়া বাদামি ও সবুজ রঙের পাতা আছে যেটি হলো পৃথিবী এবং প্রকৃতির উপাদান প্রতীক। মানুষ আকৃতিটি নীল রঙের যেটি জলের প্রতীক ও মাথার উপর যে কমলা রংটি আছে সেটা হলো আগুনের প্রতীক।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...