আবগারি দফতরের বড় ঘোষণা মদের দোকান খোলা নিয়ে

On: Thursday, December 27, 2018 10:59 PM

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : সম্প্রতি  এক সর্বভারতীয় সংবাদ  মাধ্যমে  প্রকাশিত এক আর্টিকেলে  এই  বার  রাজ্যে  মদের  দোকান  খোলা থাকবে রাত  ১০ টার  পরিবর্তে রাত  ১১ টা  অব্দি । গোটা  রাজ্য  জুড়েই  একই  নিয়ম বলবৎ হবে । যদিও  আইন  বলছে রাত্রি  ১০ তাঁর পরে মদের  দোকান  খোলা  রাখা  যায়  না ।কিন্তু আবগারি দফতরের তরফ থেকে ২১ সে  ডিসেম্বর  এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সব মদের  দোকান ই  রাত  ১১ টা  অব্দি খোলা  থাকবে ,কেউ ।