আবারো খুলে গেলো জোকার আইআই এমের ক্যান্টিন

ক্যান্টিন কর্মীদের ও অসহযোগিতার জন্য বেশ কয়েকদিন বন্ধ ছিল জোকার আইআইএমের চারটি ক্যান্টিন ,বিপদে পড়ছিলেন পড়ুয়ারা ।তার পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ থামানোতে জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট ও ম্যানেজমেন্ট ,হোস্টেলের ক্যান্টিন -জোট কাটলো কিছু কর্মীকে বসিয়ে দেওয়ার অভিযোগে বন্ধ ছিল এতদিন ক্যান্টিন ।