নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ১ লা মার্চ থেকে দেশ ও রাজ্যের বেশিরভাগ সময়েই দাম এক জায়গায় স্থির ছিল ।মাঝখানে চারদিন তেলের দাম কমেছিল একটু একটু করে । কিন্তু ভোট মিটতেই আবারো বাড়তে থাকে তেলের দাম ।আশঙ্কা সত্যি করে গত মঙ্গলবার ফের বাড়ে তেলের দাম ।শহরে পেট্রল বিক্রি হয়েছিল ৯০ টাকা ৭৬ পঁয়সা পার লিটার ,ডিজেলের দাম বেড়ে দাঁড়ালো ৮৩ টাকা ৭৮ পঁয়সা ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...