আবার বন্ধ চটকল

হুগলিজেলার রিষড়ার ওয়েলিংটন জুট  মিল আবার বন্ধ হয়ে গেল। কিছুদিন আগেই এই মিলটি চালু করা হয়েছিল। এখনো পুরোপুরি উৎপাদন শুরু করা যায় নি। এতে প্রায় দু হাজার শ্রমিক কর্মচ্যুত হলেন। শ্রমিকদের একাংশ কাজে সহযোগিতা করছে না বলে মিল বন্ধ করা হল বলে জানানো হয়েছে। ইউনিয়নের নেতারা  জানিয়েছেন এই অভিযোগ মিথ্যা।  কর্তৃপক্ষ নিজে থেকেই মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।