খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আমপান মোকাবিলাতে গতকাল থেকে নবান্নের কন্ট্রোল রুম মুখ্যমন্ত্রী মুখ্যসচিব এবং একাধিক মন্ত্রী ও আমলাদের দ্বারা পরিচালিত হচ্ছে ।বিপর্যয় মোকাবিলা তে আমপানের কন্ট্রোল রুমের নাম্বার হলো ১০৭০, রাজ্য পুলিশের নাম্বার হলো ১০০,কলকাতা পুলিশের নাম্বার হলো ১০০এবং ২২১৪৩২৩০,দমকলের নাম্বার হলো ১০১ রাজ্য পুলিশের নাম্বার হলো ২২১৪ /৫৪১২/৫৪১৩ আমপানের জন্য কলকাতা পুলিশের হোয়াটস আপ নাম্বার হলো ৯৪৩২৬২৪৩৬৫।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...