রোজভ্যালি মামলা তে প্রতারিত আমানতকারীরা ,টাকা ফেরত পাবে বলে জানান বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত কমিশনে ।আমানতকারীদের আইনজিবি বলেন ,ইডি অর্থলগ্নি সংস্থাটির বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে ১৯ কোটি টাকা জমা করেছে ।তার থেকেই মাথা পিছু প্রায় ১০,২০০ টাকা করে ফেরত পাবেন আমানতকারীরা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...