আমানত কারীদের টাকা ফেরত দেবে রোজভ্যালি

রোজভ্যালি মামলা তে প্রতারিত আমানতকারীরা ,টাকা ফেরত পাবে বলে জানান বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত কমিশনে ।আমানতকারীদের আইনজিবি বলেন ,ইডি অর্থলগ্নি সংস্থাটির বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে ১৯ কোটি টাকা জমা করেছে ।তার থেকেই মাথা পিছু প্রায় ১০,২০০ টাকা করে ফেরত পাবেন আমানতকারীরা ।