পাঞ্জাব ভোটে সাফল্যের পরে আপ নেতৃত্ব আপের উপরে জোর দেয় ।এতদিন কলকাতা অথবা জেলাতে
আপের বিভিন্ন কর্মসূচি চললেও কোন দলীয় কার্যালয় ছিল না ।গতকাল মহালয়ার দিনে হালতুর গড়ফা তে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত্য নেতা সঞ্জয় বসু ।তিনি বলেন প্রথম তাদের শহর কেন্দ্রিক চিন্তা ধারা থাকলেও এখন সেটি গ্রাম কেন্দ্রিক হয়েছে ,পশ্চিমবঙ্গের ২০ টি জেলাতে বিভিন্ন ব্লকে তাদের সংগঠন রয়েছে ।