জেরার মুখে পুলিশের কাছে সঞ্জয় রায় নিজের দোষ কবুল করেছিলেন ,এবং সেই স্বীকারোক্তির কথা লালবাজারের অফিসার রুপালি মুখার্জি কোর্টে জানিয়েছিলেন । অথচ সঞ্জয় গ্রেপ্তারের পরে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছিল ,এমন দাবি রুপালি অথবা সীমা পাহুজা কেউ সাক্ষ্যে বলেনি ,নানা রকম অসঙ্গতি উঠে আসছে আর জিকর কাণ্ডে ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...