আরো বিপদে পড়লেন ফেরার শিল্পপতি বিজয় মাল্য

ইডি সূত্রের খবর এনফোর্সমেন্ট ডাইরেক্টর অনুরোধে ফরাসি কর্তৃপক্ষ ফেরার শিল্পপতি বিজয় মাল্যের
ফ্রান্সে য়ে অবস্থিত ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ।আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে ,বিজয় মাল্যের ওই সম্পত্তি টি বাজেয়াপ্ত করা হয় ।সম্পত্তি টি ফ্রান্সের ৩২ এভিনিউ ইফও সিএইচ য়ে ,তাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত সরকার ।