আলিপুর আবহাওয়া দফতর নিম্নচাপের জেরে বৃষ্টি ও ঝড়ের ইঙ্গিত দিয়েছে আগামীকাল রাত

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   আলিপুর আবহাওয়া  দফতর সূত্রে  জানা গিয়েছে যে বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার ফলে  পশ্চিমবঙ্গের উপকূল  বর্তী জেলা দুই ২৪ পরগনা  ও পূর্বমেদিনীপুর জেলাতে ,বৃহস্পতিবার রাত  থেকে  বৃষ্টি পাতের  সম্ভাবনা  বেশি ।মৎস্যজীবিদের সমুদ্রে যেতে  নিষেধাজ্ঞা  জারি করা  হয়েছে । নিষেধাআজ্ঞা জারি  হয়েছে এবং যারা সমুদ্রে  মাছ ধরতে গিয়েছে তাদের ফিরে আসতে  বলা  হয়েছে ,শুক্রবার  বৃষ্টিপাত  আরো  বাড়বে ।