আলিপুর সর্বজনীন

খবর  ঘণ্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  জীবনে উন্নতি করতে আমরা এখন দৌড়াচ্ছি না হলে  গতিময় জীবনে পিছিয়ে পড়ার  ভয় কাজ করে । কিন্তু এর মধ্যেও সংযম দেখানো দরকার  তা বুঝতে  পারছে না অনেকেই । আর এই না বোঝা ও কখনো  কখনো ডেকে আনছে  সর্বনাশ । তাই কোথায়  থামতে  হবে তা  ভাবার সময় এসেছে । এই বার্তাই  উদ্যোক্তারা দিতে  চাইছে মণ্ডপ সজ্জার মাধ্যমে । এই পূজা এই বার ৭২ বছরে  পদার্পন করলো ,প্রতিমাতে  থাকবে থিমের ছোঁয়া ।