খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নির্বাচন কমিশনারের কাছ থেকে সম্মতি না পাওয়াতে সরকারি উদ্যোগে আলু কেনার কাজ রাজ্য সরকার করতে পারেনি চাষীদের কাছ থেকে । কিন্তু খোলা বাজারে আলুর দাম বেড়ে যাওয়াতে চাষীরা কিছুটা সস্থি পেলো ,কারণ সরকারি ঘোষিত দামের কাছাকছি চলে এসেছে খোলা বাজারের ,সরকার বলেছিলো আলু কেনা হবে ৫টাকা ৫০ পয়সা প্রতি কেজি তে ,আর চাষীরা মাঠ থেকেই আলু বিক্রি করেছে ফোরে দের কাছে ৫ টাকা প্রতি কেজিতে ,বেঁচে যাচ্ছে পরিবহন খরচ ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...